News logo
Sunday 13th October 2019

ময়মনসিংহের মুক্তাগাছায় অটোরিকশা-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৫জুন ১৫, ২০১৫ | ২২:৫২:৪৩

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের মুক্তাগাছায় সিএনজিচালিত অটোরিকশা ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হন আরো ১০ জন।

সোমবার বেলা ১১টার দিকে মিমুরিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মুক্তাগাছার পাইকরা গ্রামের নবিরন (৫০), তার ছেলে কালাম (৩২), একই গ্রামের জয়নাল (৪৫) ও তুফানিয়া (৬০)।

গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

Top