News logo
Monday 22nd April 2019
সিলেটে শিববাড়ি এলাকায়  দুই পুলিশ কর্মকর্তাসহ নিহতের সংখ্যা বেড়ে ৬ এ

সিলেটে শিববাড়ি এলাকায় দুই পুলিশ কর্মকর্তাসহ নিহতের সংখ্যা বেড়ে ৬ এ

সিলেট প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় জঙ্গিবিরোধী অভিযানস্থলের বাইরে পরপর দুটি বোমা বিস্ফোরণ হয়েছে। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন।

জানা যায়, পুলিশের একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত), একজন পরিদর্শক, তিনজন স্থানীয় বাসিন্দা ও অজ্ঞাতনামা একজন নিহত হয়েছেন।

আহত হওয়ার পর হাসপাতালে নেয়া হলে পুলিশের কোর্ট পরিদর্শক চৌধুরী মো. আবু কয়সর ও ওয়াহিদুল ইসলাম অপু (২৬) নামে এক যুবক মারা যান। নিহত অপু মহানগর ছাত্রলীগ নেতা ছিলেন বলে জানা যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত সাংবাদিক, পুলিশ, র‌্যাব সদস্যসহ ৫০ জন আহত আছেন। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তবে নিহত ব্যক্তিদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জঙ্গি আস্তানার পাশে বোমা হামলার বিষয়ে জানা যায়, শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে সিলেট দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকার আতিয়া মহল থেকে প্রায় ৪০০ মিটার দূরে ঢাকা-সিলেট মহাসড়কের গোটাটিকর ইসলামিয়া দাখিল মাদরাসা সংলগ্ন পুলিশ চেকপোস্টে প্রথম হামলার ঘটনাটি ঘটে। এর কয়েক মিনিট পর পাঠানতলা মসজিদের কাছে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

Top