বীর মুক্তিযোদ্ধা মির্জা ফরিদ বেগ মারা গেছেন
স্টাফ রিপোর্টার:
মুক্তিযুদ্ধে মৌলভীবাজার মহকুমা বি এল এফয়ের কমান্ডার,জাসদের প্রতিষ্ঠাতা সদস্য, মির্জা ফরিদ আহমদ বেগ আজ শনিবার বিকেল ৩টা ৫০ মিনিটে মৌলভীবাজার শহরের একটি ক্লিনিকে শেষ নি:শেষ ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।
মরহুমের প্রথম জানাযার নামাজ সকাল ১০টায় হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) টাউন ঈদগাহ মাঠে, দ্বিতীয় নামাজে-জানাযা বেলা ১১টায় (নিজ বাড়ি) মাতারকাপন বেগের বাড়িতে অনুষ্ঠিত হবে।
২০১৭-১১-০৪